ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

আগামী মাসের প্রথম সপ্তাহে থেকে পুরোপুরি শীত অনুভূত হবে সারা দেশে

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:২৫ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার

অগ্রহায়নের শুরুতেই প্রকৃতিতে শীতের আমেজ। বইছে বইছে হিমেল হাওয়া। দেশের বিভিন্ন স্থানে ভোরের কুয়াশায় ম্লান হচ্ছে সূর্যের আলো। আবহাওয়া বিভাগ বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ শীত জেকে বসবে পুরো দেশ। এদিকে স্বাস্থ্য সচেতন হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বদলে যাচ্ছে প্রকৃতি। আসছে শীত। উত্তরের জনপদে এখন হিম হিম হাওয়া আর কুয়াশাচ্ছ সকাল। প্রকৃতির পালাবদলের সূচনা রাজধানীতেও। শীতের আগমনীতে ইটপাথরের এই নগরেও কমতে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে শীতের পোষাকের দোকানগুলোতে ভীড়। চলছে কেনাকাটা। আবহাওয়া অফিস বলছে, আগামী মাসের প্রথম সপ্তাহে থেকে পুরোপুরি শীত অনুভূত হবে সারা দেশে। এদিকে ঋতুর এই পরিবর্তনে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যতœ নেয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। এছাড়া শুষ্ক মৌসুমে বাতাসের সাথে থাকে অতিরিক্ত ধুলো। তাই এর থেকে রক্ষা পেতে সতর্ক থাকারও পরামর্শ তার।