ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

টুইটারে রকস্টার ছিলেন সুষমা স্বরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিজেপির প্রবীণ নেত্রী ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার রাতে দিল্লির এইমস হাসপাতালে মারা যান তিনি।

একজন রাজনীতিবিদ ছাড়াও তাকে একজন ভাল মানুষ হিসেবে মনে রাখবে ভারতবাসী। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, ৯ বারের সাংসদ সুষমা স্বরাজ যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন খুব সহজেই তার কাছে কোনও সাহায্যের জন্যে আবেদন করা যেত ও তার দিক থেকে সাড়াও মিলতো। গত পাঁচ বছরে টুইটারের মাধ্যমে তার কাছে পৌঁছে যাওয়া বহু ভারতীয়কে সহায়তা করেছেন।

টুইটারে ভারতের অন্যতম অনুসরণীয় রাজনীতিবিদ ছিলেন সুষমা স্বরাজ। যার ১৩ কোটিরও বেশি অনুগামী ছিল। মৃত্যুর ঘণ্টা তিনেক আগে তিনি তার শেষ টুইটটি করেন, যেখানে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপের প্রশংসা করেন।

অন্তত ৫ বার সুষমা স্বরাজ প্রমাণ করেছেন তিনি টুইটারে রকস্টার ছিলেন। দেখে নিন সেই ৫ বারের টুইট, যাতে সুষমার রসবোধেরও পরিচয় মিলেছে-

‘সমস্ত ইংরেজি উচ্চারণই বুঝতে পারি’

মালয়েশিয়ার এক ভারতীয় ব্যক্তি তার বন্ধুকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য মার্চ মাসে সুষমা স্বরাজের কাছে সাহায্য চেয়েছিলেন। তবে তার টুইটটিতে ব্যাকরণগত কিছু ভুল ছিল। অন্য একজন ওই ব্যক্তিকে হিন্দি বা পাঞ্জাবিতে মন্ত্রীর কাছে টুইট করার প্রস্তাব দেওয়ার পরে সুষমা উত্তর দিয়েছিলেন, ‘কোনও সমস্যা নেই। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে আমি সমস্ত ধরণের উচ্চারণ এবং ব্যাকরণগত ইংরেজি বুঝতে শিখে গেছি।’

‘ভারতের প্রতি আগ্রহের কারণেই চৌকিদারি করছি’

ইন্দিরা গান্ধির পর প্রথম কোনও নারী পররাষ্ট্রমন্ত্রী হওয়া সুষমা স্বরাজকে এক ব্যক্তি তার টুইটার হ্যান্ডেলে ‘চৌকিদার’ শব্দটি লেখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নেরও মজা করে উত্তর দেন সুষমা। লেখেন, ‘যেহেতু আমি ভারতের এবং বিদেশে থাকা ভারতীয়দের স্বার্থরক্ষার চৌকিদারি করছি’।

একজন ব্যক্তি টুইটারে সুষমা স্বরাজের টুইট প্রতিক্রিয়ার বিষয়ে সন্দিহান হয়ে বলেন যে মন্ত্রী ‘অবশ্যই’ নিজে টুইট করছেন না, সম্ভবত তার হয়ে ‘কিছু পিআর’ এই কাজ করছেন, তখন তিনি জবাব দিয়েছিলেন, ‘নিশ্চিন্ত থাকুন- এটা আমিই, আমার প্রেতাত্মা নয়’।

‘এমনকি আপনি মঙ্গল গ্রহে আটকে থাকলেও’

একবার যখন কোনও ব্যক্তি সুষমা স্বরাজকে মজা করে সাহায্য চেয়েছিলেন এবং বলেছিলেন, তিনি ‘মঙ্গলগ্রহে আটকে গেছেন’, তখনও মজাদার প্রতিক্রিয়া দেন সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। লেখেন, ‘আপনি মঙ্গল গ্রহে আটকে থাকলেও সেখানে ভারতীয় দূতাবাস আপনাকে সহায়তা করবে।’

‘ভাই, আমি আপনাকে ফ্রিজের সমস্যার বিষয়ে সহায়তা করতে পারব না’

অন্য একজন টুইটার ব্যবহারকারী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি (সুষমা স্বরাজ) তাকে ‘ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার’ ব্যাপারে সাহায্য করতে পারেন কি না, তখন সুষমা স্বরাজ লিখেছিলেন, ‘ভাই আমি ফ্রিজের ব্যাপারে আপনাকে সহায়তা করতে পারব না। আমি মানুষদের সমস্যা নিয়ে খুব ব্যস্ত আছি।’

‘মিডিয়া, দয়া করে হেডলাইন করবেন না...’

২০১৬ সালে, যখন তিনি রাষ্ট্রপতি ভবনে ১৯ জন নতুন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি, তখন তিনি একটি চিত্তাকর্ষক টুইটে গণমাধ্যমকে পরামর্শ দিয়েছিলেন এই বলে যে, ‘মিডিয়া - দয়া করে এই হেডলাইনটি করবেন না যে ‘সুষমা শপথ গ্রহণ অনুষ্ঠান এড়ালেন’।

প্রসঙ্গত, সেই সময়ে মন্ত্রিসভায় একটি রদবদলের কারণে ওই মন্ত্রীরা শপথ নেন।

(এনডিটিভি অবলম্বনে)