কাঁদলেন মোদি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা সুষমা স্বরাজ। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তার।
সুষমার চলে যাওয়ার খবর এখনও মেনে নিতে পারেনি গোটা ভারত৷ সেই হতভম্বতা গ্রাস করেছে দিল্লির রাজনৈতিক মহলকেও৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে সবাই সুষমার বাড়িতে জড়ো হন৷ আসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
বুধবার সকালে সুষমাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে নিজের আবেগ ও শোক লুকিয়ে রাখতে পারেননি মোদি।
এদিন মোদি দেখা করেন সুষমা স্বরাজের পরিবারের মানুষদের সঙ্গে৷ তার মেয়ের সঙ্গে দেখা করেন মোদি৷ মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন৷ তারপর দেখা হয় সুষমার স্বামী স্বরাজ কৌশলের সঙ্গে৷ হাতে হাত রেখে এই দুর্যোগে পাশে থাকার বার্তা দেন মোদি৷
ততক্ষণ সব ঠিকই ছিল৷ এরপর সুষমা স্বরাজের মরদেহের পাশে গিয়ে দাঁড়ানোর পরেই আবেগ চাপা রাখতে পারেননি মোদি৷ চোখে পানি চলে আসে তার৷ তবে ক্যামেরার সামনে তা চাপা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন৷ মোদির সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য উচ্চপদস্থ নেতারা৷ প্রত্যেকেই নিজের শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন সুষমা স্বরাজকে৷
এর আগে প্রয়াত ওই রাজনীতিবিদকে স্মরণ করে নরেন্দ্র মোদি মঙ্গলবার রাতে একটি টুইট বার্তায় বলেছেন, ‘ভারতীয় রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হল’।
সুষমা স্বরাজের মরদেহ আজ বুধবার বিকালে ঘণ্টা তিনেক বিজেপির সদর দফতরে রাখা হবে, যাতে দলীয় কর্মী ও নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।