ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সুষমার মৃত্যুতে বলিউডে শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

ভারতীয় রাজনীতির এক গৌরবজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটলো। সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার আকষ্মিক প্রয়াণে স্তম্ভিত বলিউডও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু বলিউড তারকা শোকপ্রকাশ করেছেন।

সুষমার মৃত্যুতে শোকপ্রকাশ করে ‘সুর সম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকর লিখেছেন, ‘সুষমাজীর আকষ্মিক মৃত্যুতে আমি স্তম্ভিত। উনি মন্ত্রী হিসাবে ভীষণই ভালো ও সৎ ছিলেন। উনি এমন একজন হৃদয়বান ও স্বার্থহীন মানুষ ছিলেন, যিনি সঙ্গীতকেও বুঝতেন। আমাদের সাবেক মন্ত্রীকে আমরা চিরকাল মনে রাখবো।’

শোকজ্ঞাপন করেছেন আশা ভোঁসলেও। তিনি লিখেছেন, ‘সুষমাজী আমরা আমার অভাব বোধ করবো।’

গীতিকার, চিত্রনাট্যকার তথা কবি জাভেদ আখতার লিখেছেন, ‘সুষমাজীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। লোকসভায় তাদের অধিকার নিয়ে লড়াই করার জন্য গোটা সঙ্গীতজগত তার কাছে কৃতজ্ঞ। আপনি মানুষ হিসাবে অনন্য। আমরা আপনার কাছে চিরর কৃতজ্ঞ।’

শাবানা আজমি লিখেছেন, ‘সুষমাজীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। উনি এমন একজন মানুষ, যার সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য থাকা সত্ত্বেও একটা সুন্দর সম্পর্ক ছিল। ওনার মন্ত্রীত্বকালীন সময়ে আমাকে উনি নবরত্ন বলে উল্লেখ করেছিলেন। উনি এমন একজন যিনি চলচ্চিত্রকে শিল্পের মর্যাদা দিয়েছিলেন।’

অমিতাভ বচ্চন লিখেছেন, ‘ভীষণই দুঃখের খবর। একজন ভীষণই গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, ভীষণই মিশুকে একজন মানুষ। ওনার আত্মার শান্তি কামনা করি।’

অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ‘হরিয়ানার আম্বালা শহরের আমার জন্ম। সুষমা স্বরাজও ওই একই শহরের বাসিন্দা। আমি ওনার মতো এক মহিলার জন্য চিরকাল গর্বিত। উনিই আমাদের ওই ছোট্ট শহরকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। সুষমাজীর আত্মার শান্তি কামনা করি। উনি আমাকে ব্যক্তিগতভাবে সব সময় অনুপ্রাণিত করে এসেছেন।’

অভিনেতা রীতেশ দেশমুখের কথায়, ‘আমার সৌভাগ্য যে ব্যক্তিগত ভাবে আমার ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। ২০০১ সালে উনি যখন রামোজি ফিল্ম সিটিতে গিয়েছিলাম তখন জেনেলিমা আর আমি ওখানে আমাদের প্রথম ছবির শ্যুটিং করছিলাম। উনি আমার সাফল্য কামনা করেন এবং আমায় আশীর্বাদ করেন। একজন নবাগত হিসাবে উনি আমায় উৎসাহিত করেছিলেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ।’

অভিনেতা অর্জুন কাপুর লিখেছেন, ‘উনি অসাধারণ, নেত্রী, মন্ত্রী ও ব্যক্তিত্ব।’

টুইটে সুষমা স্বরাজকে নারীশক্তির প্রতিরূপ হিসাবে বর্ণনা করেন রীতেশ। শোকপ্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন আনুশকা শর্মা। শোকজ্ঞাপন করেছেন অভিনেতা ঋষি কাপুর।
অভিনেতা বিবেক ওবেরয় সুষমা স্বরাজকে ‘লৌহ মানবী’, প্রকৃত দেশপ্রেমিক এবং উনি আমাদের সকলের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন।

শোকজ্ঞাপন করেছেন- করণ জোহর, অনুরাগ কাশ্যপ, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, ইয়ামি গৌতম, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকেই।

সূত্র : জি নিউজ

এসএ/