ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সাইবার হামলা চালিয়ে ২০০ কোটি ডলার হাতিয়েছে উ. কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

সাইবার হামলার মাধ্যমে উত্তর কোরিয়া ২০০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বেরিয়ে এসেছে। নিজেদের অস্ত্র তৈরির কার্যক্রমে ব্যবহার করতেই এ অর্থ চুরি করে তারা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির কাছে পাঠানো হয় ওই প্রতিবেদন। গোপন প্রতিবেদনটিতে বলা হয়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ চুরি করতে এই সাইবার হামলা চালানো হয়। এমন ৩৫টি সাইবার হামলার তদন্ত করছে জাতিসংঘ।

২০১৮ সালে পারমাণবিক পরীক্ষা বন্ধ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর ঘোষণা দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে সম্প্রতি চারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে দেশটি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবে এ পরীক্ষাগুলো চালানো হয়েছে বলে জানান কিম।