ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

রাঙ্গামাটিতে আখ প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:০৯ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার

আখ প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটিতে। দিনব্যাপী এ কর্মশালায় রাঙামাটিতে জেলায় আখের চাষবাদ বৃদ্ধি ও সম্ভাবনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় অংশ নেন তিন পার্বত্য জেলা থেকে কৃষিবিদ, উদ্যোক্তা, কৃষকরা। এসময়  বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প প্রধান ড. এবিএম মফিজুর রহমান ও রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এসময় আখ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।