ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্র ভ্রমণে তিন দেশের সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে বিশ্বের তিনটি দেশ। পরপর দুটি বন্দুক হামলার ঘটনার পর ভ্রমণে সতর্কতা জারি করে ভেনিজুয়েলা এবং উরুগুয়ে। 

এর আগে সতর্ক জারি করে চীন। চলতি সপ্তাহে টেক্সাস এবং ওহাইয়ো রাজ্যে পরপর বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। যেখানে ৩১ জন নিহত হয় এবং অনেকে আহত হয়েছেন। 

সোমবার উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় সেখানকার ক্রমবর্ধমান নির্বিচার সহিংসতা ও ঘৃণ্য অপরাধ, বর্ণবাদ এবং বৈষম্য বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। 

সতর্কবাণীতে আরও উল্লেখ করা হয়েছে, সেখানকার জনগণের নির্বিচারে আগ্নেয়াস্ত্র দখল এবং উদ্ভূত পরিস্থিতি রোধে কর্তৃপক্ষের অপারগতার কারণে ভ্রমণকারীদের জনবহুল এলাকা এবং কোনো অনুষ্ঠানে অংশগ্রহণে বিশেষত সতর্ক থাকা উচিত।