ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

‘চীন চায় জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে চীন খুশি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন সরকার দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন তিনি। খবর পার্সটুডে’র।

টুইট বার্তায় ট্রাম্প আরো লিখেছেন, জো বাইডেনের বক্তব্য বিরক্তির উদ্রেক করে এবং তা শুনলে মানুষের ঘুম আসে।

২০২০ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে অন্যতম প্রার্থী হিসেবে বিবেচনা করছে ডেমোক্র্যাট দল। তিনি সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন, যতদিন বর্তমান প্রেসিডেন্ট হোয়াইট হাউজের ক্ষমতায় থাকবেন ততদিন আমেরিকা ঘৃণা ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারবে না।

উগ্র বর্ণবাদী চেতনায় উদ্বুদ্ধ ২১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ যুবক স্থানীয় সময় গত শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিং মলে নির্বিচারে গুলি চালিয়ে নারী ও শিশুসহ ২১ ব্যক্তিকে হত্যা করে। একই দিনে ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। ওই ঘটনা যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বকে নাড়া দেয় এবং এই বক্তব্য উঠে আসে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ বর্ণবাদকে উসকানি দিচ্ছেন।

এসব সমালোচনার মধ্যেই ট্রাম্প সম্পর্কে বাইডেন ওই মন্তব্য করার পর তাকে আক্রমণ করে টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প।