ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মধুখালী ও মির্জাপুরে ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ডেঙ্গুতে আক্রান্ত খালেদা আক্তার নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মধুখালী​ উপজেলার ২নং ওয়ার্ডের মেগচামী মধ্যপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক মো. সফিকুল ইসলাম খানের ছোট মেয়ে।

রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

খালেদা মধুখালী উপজেলার সদরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আইনউদ্দিন কলেজের অনার্স শেষবর্ষের ছাত্রী ছিলেন। ৩দিন আগে খালেদা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আরিফ হোসেন কাজল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, বুধবার রাত ১০টার দিকে আরিফ হোসেন কাজল (২২) নামের ওই যুবকের মৃত্যু হয়।

আরিফ মিজর্চাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি গত ৪ অগাস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। বুধবার সন্ধ্যার পর তার কাশির সঙ্গে রক্ত ও বমি শুরু হয়। এ সময় তার পরিবারের সদস্যদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। কিন্তু তার আগেই আরিফের মৃত্যু হয়।

এসএ/