ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

আগামীকাল চট্টগ্রামে আধা বেলা দোকানপাট বন্ধ রাখার ঘোষণা

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:০৫ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার

প্যাকেজ ভ্যাট ১৪ হাজার টাকা পুণর্বহালের দাবিতে কাল চট্টগ্রামে আধা বেলা দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন এই কর্মসূচি ঘোষণা করে। দোকান মালিক ও ব্যবসায়ীদের উপর আরোপিত প্যাকেজ ভ্যাট ২৮ হাজার টাকার জায়গায় আগের মতো ১৪ হাজার টাকা বহাল রাখার দাবি জানান বক্তারা। তারা বলেন, বিশ্বব্যাপী মন্দার প্রভাবে পাইকারী-খুচরা বাজারেও মন্দা চলছে। বার্ষিক প্যাকেজ ভ্যাট ২৮ হাজার টাকা নির্ধারণ করায় তারা ভবিষ্যত নিয়ে হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থায় মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি সমাবেশ ও মানব বন্ধন কর্মসুচীও ঘোষনা করা হয়।