ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

পাকিস্তানের কোচ হচ্ছেন মিসবাহ উল হক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৪ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

মিসবাহ উল হকের নেতৃত্বেই প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। দলটির অন্যতম সফল এই অধিনায়কই নাকি এবার দায়িত্ব পাচ্ছেন প্রধান কোচের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, কদিন আগে প্রধান কোচ মিকি আর্থারসহ পুরো কোচিং স্টাফকেই বিদায় করে দিয়েছে পাকিস্তান। তারপর থেকেই শোনা যাচ্ছিল- বিদেশি নয়, এবার দেশি কাউকেই কোচ হিসেবে বেছে নিতে চায় পিসিবি। সেই 'দেশিজন'ই নাকি হতে যাচ্ছেন মিসবাহ উল হক। 

প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত ব্যাটে-বলে না মিললেও ১১ হাজারের বেশি আন্তর্জাতিক রানের মালিক মিসবাহই যে পাকিস্তানের ব্যাটিং কোচ হচ্ছেন, তা নাকি নিশ্চিত অনেকটাই।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন দেশটির সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আকরাম। এর আগেও একবার (২০১২ সালে) পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

বর্তমানে পাকিস্তানের ঘরোয়া দল হাবিব ব্যাংক লিমিটেডের প্রধান কোচ হিসেবে কর্মরত আছেন আকরাম। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ডান হাতি এই পেসার।

এনএস/আরকে