ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

হিংসা, হানাহানি, ও রক্তপাতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যায়না

প্রকাশিত : ০৯:০০ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:০০ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার

হিংসা, হানাহানি, ও রক্তপাতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যায়না বলে জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল শাহজাদা শাহসুফী মাওলানা ছৈয়দ মুবিুল বশর আল হাসানী মাইজভান্ডারী। রোববার রাতে চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত মাইজভান্ডারী মহাসম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা। সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত যোগ দেন। পরে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ, শান্তি ও ঐক্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।