রাজধানীতে বৈদুতিক তারে পেঁচিয়ে চিকিৎসকের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৫ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীর গ্রিন রোডে জমে থাকা বৃষ্টির পানিতে বৈদুতিক তার ছিঁড়ে পড়ায় তাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। সারা দিন ভারী বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমে যায়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ডা পলাশ দে (২৪) গ্রিন রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় সড়ক জমে থাকা পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনার পরপরই তাকে ক্রিসেন্ট গ্যাস্টোলিভার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রিন রোডে অবস্থিত বেসরাকারী হাসপাতাল ‘গ্রিনলাইফ হাসপাতাল’র নির্বিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) কর্মরত ছিলেন।
মৃত পলাশ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামের গোপাল দে’র ছেলে। বর্তমানে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় থাকতেন তিনি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ হ ম আছাদুজ্জামান জানান, ডা. পলাশের মৃতদেহ গ্রিনলাইফ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এমএস/আরকে