ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

সারাদেশেই বাড়ছে ডেঙ্গুর বিস্তার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

সারাদেশেই বাড়ছে ডেঙ্গুর বিস্তার। সিরাজগঞ্জে মশা নিধনে ব্যক্তিগত উদ্যোগে গ্রাম জুড়ে ছিটানো হচ্ছে ওধুষ। পাবনা শহরের তিনটি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান পেয়েছে স্বাস্থ্যবিভাগ।  এদিকে এডিস ও অন্যান্য মশা বংশবিস্তার রোধে বিদেশী মসকুইটো ফিশসহ দেশি প্রজাতির মাছ ব্যবহারে সফলতার কথা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞানীরা। এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৬শ’ ৬৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে মৃতের সংখ্যা ২৯।

সিরাজগঞ্জের এনায়েতপুর গ্রামকে ডেঙ্গু মুক্ত রাখতে উদ্যোগ নিয়েছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। নিজ খরচে স্প্রে করেছে মশা নিধন ওষুধ।

পাবনার স্বাস্থ্য বিভাগ বলছে, পৌর এলাকার ত্রিশটি পয়েন্টে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। গত ১৮ দিনে আক্রান্ত ১৫৩ জন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি হয়েছে। টাঙ্গাইলে এই পর্যন্ত চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে।
বরিশাল শের ই বাংলা  মেডিকেল কলেজ হাসপাতালে দিন দনি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

হবিগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২ জন রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড হারুনুর রশিদ জানিয়েছে, এডিস ও অন্যান্য মশার বিস্তার রোধে বিদেশী মসকুইটো এবং দেশি প্রজাতির খলিশা, দারকিনা এবং ধানীমাছের উপর গবেষনা সাফল্য পাওয়া গেছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/