ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার | আপডেট: ১২:৫৫ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পার্শ্ববর্তী আবাসিক এলাকার একটি বাড়ির পেছনের দিকের উঠোনে বৃহস্পতিবার ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। ওই বিমানে তিনজন ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। খবর এএফপি’র।

স্থানীয় পুলিশ জানায়, ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে পেনসিলভানিয়ার আপার মোরল্যান্ডে ভোর ছয়টার পরপরই এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে তারা জানায়, স্থানীয় এক বাসিন্দার বাড়ির পেছনের উঠোনে একটি বিমান বিধ্বস্ত হয়েছে পুলিশ এমন খবর পেয়েছে।

আপার মোরল্যান্ড বাহিনী জানায়, ওই বিমানে থাকা তিন যাত্রীর সকলেই নিহত হয়েছে বলে পুলিশ বিভাগ নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের ১৯ বছর বয়সী মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৬০ ও ৫৪ বছর।

আপার মোরল্যান্ড পুলিশ প্রধান মিশেল মারফি সাংবাদিকদের বলেন, বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও সেখানের কেউ হতাহত হয়নি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাড়ির পেছনের উঠানে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

সূত্র: বাসস