ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সড়কে খোঁড়াখুড়ি, ভোগান্তিতে নগরবাসী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

রাজধানীর অন্তত ১৭টি সড়কে চলছে খোঁড়াখুড়ি। ঈদের আগে কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে নগরবাসী। বৃষ্টি-কাদায় দুর্ভোগ মাথায় নিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব নিয়ে ক্ষুব্ধ রাজধানীবাসী।

ভিডিওতে দেখতে পাচ্ছেন কাঁঠালবাগানের এই সড়ক এক বছর আগেও খোঁড়া হয়েছিলো। তখন কেটেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ঠিক হয়েছিল ছ’মাস পর। এবার গর্ত করে রেখেছে ওয়াসার স্যুয়ারেজ বিভাগ। ঠিক হবে কবে তা জানে না কেউ।

একে তো বর্ষা মৌসুম। তারউপর দু’দিন বাদেই ঈদুল আযহা। ব্যস্ত নগরীর অতি ব্যস্ত এই সময়ে বিভিন্ন ওয়ার্ডে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগের অন্ত নেই পথচলতি মানুষের।

পান্থপথ, খিলগাঁও, গোড়ান, বনশ্রী, উত্তরা, মিরপুর চিড়িয়াখানা রোডসহ আরও কিছু এলাকার সড়ক কাটা হয়েছে তিন-চার মাস আগে। সিটি করপোরেশনের বেঁধে দেয়া সময়ও শেষ।

নগরবিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ঢাকা গড়তে সমন্বিত প্রকল্পের বিকল্প নেই।

এখন থেকে বৃষ্টিতে সব ধরণের রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের দাবি ভূক্তভোগীদের।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/