ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ডেঙ্গুতে ঢামেকে আরও এক কিশোরের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রিফাত (১০) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে শুধু ঢামেকে মৃত্যুর সংখ্যা ২২ জনে পৌঁছাল। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢামেকের শিশু ওয়ার্ডে মারা যায় ওই কিশোর। সে জামালপুরের জেলার খোরশেদ আহমদের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে ঢামেকের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় রিফাতকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিবাগত রাত  রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।

হাসপাতালের তথ্য মতে, এ বছরের জানুয়ারি থেকে ৭ আগস্ট সকাল পর্যন্ত মোট রোগী এসেছিল তিন হাজার ৫৪৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে চলে গেছেন দুই হাজার ৮০৭ জন। বর্তমানে ভর্তি (চিকিৎসাধীন) রয়েছেন ৭২১ জন।

আই/