সাভারে বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
ঢাকার সাভারে ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
শুক্রবার সকালে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অবস্থিত মারহাবা স্পিনিং মিলস লিমিটেড কারখানার অন্তত তিন শতাধিক শ্রমিক এ বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
শিল্প পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষ্যে রোববার থেকে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনও আমাদের বেতন-বোনাস পরিশোধ করেনি গার্মেন্টস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঈদের বোনাস দেয়ার কথা থাকলেও রাতে পালিয়ে সটকে পড়ে মালিকপক্ষের লোকজন।
এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী শ্রমিকরা কারখানায় প্রবেশ করে প্রথমে কর্মবিরতি পালন শুরু করে। এক পর্যায়ে প্রায় তিন শতাধিক শ্রমিক কারখানার সামনের রাস্তায় অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বলিয়ে বেতন-বোনাস পরিশোধের দাবি জানায়। প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধে ঐ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হলে শিল্প পুলিশের মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস প্রদান করে। বর্তমানে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানার ভিতরে অবস্থান কর্মসূচী অব্যাহত রেখেছে।
কারখানাটির রিং সেকশনের লাইনম্যান মেহেদী হাসান বলেন,'মালিকপক্ষ প্রতিমাসেই আমাদের বেতন পরিশোধে গড়িমসি করে। আন্দোলন করে গত জুন মাসের বেতন পেয়েছি এই মাসের (আগষ্ট) দুই তারিখে। গতকাল আমাদের বোনাস দেয়ার কথা বলে রাত ১০টা পর্যন্ত কাজ করানোর পরও কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহণ না নিয়ে পালিয়ে যায়।’
কারখানাটির ইউটিলিটি ম্যানেজার সুলতান মাহমুদ বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা আজকের মধ্যেই শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করে দিবেন।'
এ ব্যাপারে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন,‘শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে মালিক পক্ষের সাথে কথা হয়েছে। তারা এসে আজকেই শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলে জানিয়েছেন।’
এমএস/কেআই