সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত
ট্রেন চলাচলে নতুন সময়সূচি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:০০ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন যেতে দেরি হবে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে রেলভবন সূত্রে রাতে ছেড়ে যাওয়া ট্রেনের নতুন সময়সূচি দেওয়া হয়।
রেলভবন সূত্রে জানানো হয়, যেসব ট্রেন বিলম্বে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে সেগুলো হলো-
৭৫৩ নং রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ৬ ঘণ্টা ২০ মিনিট দেরিতে আনুমানিক রাত ৯টায় ছেড়ে যাবে।
৭৬৪ নং খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ৪ ঘণ্টা দেরিতে আনুমানিক রাত ১১টায় ছেড়ে যাবে।
৭৫৭ নং দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে আনুমানিক রাত ৯টা ৪৫মিনিটে ছেড়ে যাবে।
৭৫৯ নং রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ৬ ঘণ্টা দেরিতে আনুমানিক ভোর ৫টা ১০মিনিটে ছেড়ে যাবে।
৭৯৫ নং বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে আনুমানিক রাত ২টা ৪০মিনিটে ছেড়ে যাবে।
এছাড়া পশ্চিমাঞ্চলগামী আরও কয়েকটি ট্রেন সামান্য (০১ ঘণ্টার কম) দেরিতে চলাচল করবে।
উল্লেখ্য, টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কার্যক্রম শেষে ৪:৩০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা শুরু করেছে এবং ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এনএস/আরকে