ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
নাড়ির টানে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি যানবাহনের আধিক্যের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে।
এই মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহন চলছে স্বাভাবিক গতিতে।
এ মহাসড়কে লোকজনদের তুলনায় যানবাহন কম থাকায় ঈদে ঘরমুখী মানুষ নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকে যানবাহন না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে ও টাকে করে বাড়ি ফিরছেন।
তবে যানজট নিরসনে জেলার হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশ এবং সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক কাজ করছে।