‘মহাসড়কে ধীরগতি আছে, তবে তীব্র যানজট নেই’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২০ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
ঈদুল আজহা উদযাপনকে ঘিরে রাজধানীর মহাখালীসহ ঢাকার বিভিন্ন বাস, রেল ও লঞ্চ টার্মিনালে এখন গ্রামমুখো মানুষের ঢল। তবে ঈদযাত্রায় মহাসড়কে ধীরগতি থাকলেও তীব্র যানজট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে উত্তরাঞ্চলে যাওয়ার মহাসড়কের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, এখন মহাসড়কে যানজট হচ্ছে পশুবাহী গাড়ি ও ভারী বৃষ্টির কারণে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ধীরগতির ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আজও ধীরগতি আছে। তবে তীব্র যানজট নেই।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ঈদ উপলক্ষে কোনও যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের কাছে দিন। আমাদের মনিটরিং টিম কাজ করছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।