ডেঙ্গু নিয়ে বিপাকে সিটি করপোরেশন (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১১ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
এডিস মশা নিয়ন্ত্রনে শত শত কোটি টাকা খরচ করা হলেও বিস্তৃত হয়েছে ডেঙ্গুর প্রর্দুভাব। এখন পযর্ন্ত ব্যবহৃত মশানাশক, এডিসের ওপর কতটা কার্যকর, সে তথ্য নেই সিটি করপোরেশনগুলোতে। ডেঙ্গুর ব্যপক বিস্তারে শঙ্কিত মানুষ, শঙ্কিত বিশেষজ্ঞরাও।
দেশে মশক নিধন কার্যক্রমের যাত্রা শুরু ব্রিটিশ ভারতে। গত শতকের ৬০-এর দশকে মশা নিধনের জন্য ডিডিটি ছড়ানো হতো। প্রধান উদেশ্য ম্যালেরিয়া নিয়ন্ত্রণ। ২০০০ সালে ঢাকা মহানগরে ডেঙ্গু আক্রান্ত হন বহু মানুষ। কয়েযেকজনের মৃত্যুও খবরও প্ওায়াগিয়েছিলো। এত বছর পরও এডিস মশা নিয়ন্ত্রনে কার্যকর কোন পদক্ষেপ দেখা যায় নি। তবে এ খাতে খরচ হয়েছে প্রায় সাড়ে ৪শ কোটি টাকা।
মশক নিয়ন্ত্রন ও যন্ত্রপাতি কেনার বাজেট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন;
২০১১-১২ অর্থ বছরের বাজেট ছিলো সাড়ে ৫ কোটি টাকা, ১২-১৩ অর্থ বছরে ১২ কোটি, ১৩-১৪ অর্থ বছরে ১৪ কোটি ৫০লাখ, ১৪-১৫ অর্থ বছরে ১৩কোটি ৫০লাখ, ১৫-১৬ অর্থ বছরে ১৪ কোটি, ১৬-১৭ অর্থ বছরে বাজেট ছিলো সাড়ে ১১কোটি টাকা, এর পরের বছর ৩০ কোটি টাকা। আর সর্ব শেষ ১৮-১৯ অর্থ বছরে বাজেট ছিলো ২৮কোটি ৫০লাখ টাকা।
ঢাকা উত্তর সিটি কর্র্পোরেশন মশক নিয়ন্ত্রন, যন্ত্রপাতি ক্রয়, ও পরিচ্ছন্নতা কাজে গেলো আট বছরের বাজেট:
২০১১-১২ অর্থ বছরে ১০ কোটি টাকা, ১২-১৩ অর্থ বছরে ২৯কোটি ৫লাখ, ১৩-১৪ অর্থ বছরে ২৮ কোটি ৩০লাখ, ১৪-১৫ অর্থ বছরে ২৭ কোটি ৯০লাখ, ১৫-১৬ অর্থ বছরে ৪০ কোটি, ১৬-১৭ অর্থ বছরে ৭৩ কোটি ১৫ লাখ, ১৭-১৮ অর্থ বছরে ৮৪ কোটি, এবং ১৮-১৯ অর্থ বছরের বাজেট ছিলো ১০১ কোটি টাকা।
ঢাকার দুই সিটি কর্পোরেশ মশক নিয়ন্ত্রন কার্যক্রম সন্তোষজনক নয়। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী।
অভিযোগ আছে, সিটি কর্পোরেশনের কর্মীরা কিছু বাড়ীতে মশানাশক ওষুধ দেয় টাকার বিনিময়ে ।
অভিযোগ আছে কথিত জনবলের সঙ্গে মাঠের জনবলের কোন মিল নেই।
্ওষুধের পরিমান নিয়েও অনিয়ম হয় বলে অভিযোগ আছে।
এডিস মশা শহর কেন্দ্রীক সমস্যা। শহরের মাটি বিচ্ছিন্ন পরিত্যক্ত বিভিন্ন পাত্রে জন্ম নেয় এডিস । সিটি কর্পোরেশন যে ওষুধ প্রয়োগ করছে তা দিয়ে এডিস মশা নিধণা সম্ভব কিনা এ বিষয়ে কোন গবেষণা নেই,এমনটাই জানান এ কীট তত্ত্ববিদেরা।
মশানাশক ক্রয়ে বিভিন্ন অনিয়মসহ সব বিষয়ে কথা বলার জন্য ঢাকা দক্ষিন সিটির মেয়র এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি।
বর্তমান অবস্থা নিয়ে কথা হয় উত্তরের মেয়র আতিকুল ইসলামের সাথে। তিনি বলেন, নতুন ওষুধ আনার সব প্রক্রিয়া শেষ । এখন মাঠে ব্যবহারের প্রক্রিয়া চলছে।
এডিসসহ সব ধরণের মশা নিধন কার্যক্রমে নগরাসির সহযোগীতা কামনা করেন ঢাকা উত্তর সিটির মেয়র।