ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিপাকে নাটোরের চামড়া ব্যবসায়ীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

ট্যানারি শিল্প মালিকদের কাছে শত কোটি টাকা বকেয়া থাকায় বিপাকে নাটোরের চামড়া ব্যবসায়ীরা। কোরবানীর ঈদ সামনে রেখে প্রস্তুতি নিলেও অর্থের যোগান না হলে এবার চামড়া কেনা নিয়ে শংকায় তারা। এতে ব্যবসায় ধস নামাসহ পাচার হয়ে যাওয়ারও আশঙ্কা ব্যবসায়ীদের। 
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথ। এবার কোরবানীর ঈদেও চামড়া সংগ্রহের নানা প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু ঢাকার ট্যানারি মালিকদের কাছে গত কয়েক মৌসুমের টাকা বকেয়া থাকায় চামড়া কেনা নিয়ে বিপাকে তারা।
ব্যবসায়ী নেতারা জানান, চামড়ার বিদেশি ক্রেতার সংকট থাকায় সঠিক মূল্য পাওয়া যায় না। ফলে ট্যানারি মালিকরাও বকেয়া পরিশোধ করতে পারছে না। এ অবস্থায় চামড়া পাচার হয়ে যাওয়ারও আশঙ্কা তাদের।
এ ব্যাপারে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী নেতারা।
দেশের চামড়া শিল্প বাঁচাতে দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান নাটোরের ব্যবসায়ীরা।