ঈদের ১৫ নাটকে তরুণ অভিনেতা মাহবুব শাহীন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ এএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার | আপডেট: ১১:১৬ এএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার
অভিনয় যার নেশা, ভালবাসেন অভিনয়। অভিনয় করে অর্থ উপার্জন নয়, বরং অভিনয় করে আনন্দ পান তিনি। সেই ছোট থেকেই লেগে আছেন অভিনয়ের সঙ্গে। অভিনয় করবেন বলে জীবনের অনেক কিছুই বিসর্জন দিচ্ছেন প্রতিনিয়ত।
বড় কোনো সেলিব্রেটির কথা বলছি না, বলছি একজন অভিনয়প্রেমি মানুষের কথা। তিনি মাহবুব শাহীন। ছোট পর্দায় তিনি অনেক কাজ করলেও গল্পের মূল ভূমিকায় বরাবরই ছিল কম। তবে চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিন। কঠোর পরিশ্রম করছেন অবিরত।
আগামীকাল পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব। আসন্ন ঈদে মাহবুব শাহীন অভিনীত ১৫টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে তিনি নিজেই জানিয়েছেন।
তিনি বলেন, এবারের ঈদ আমার জন্য খুবই আনন্দের কারণ এই ঈদে আমার অভিনয় করা ১৫টি নাটক প্রচারিত হবে। এটা আমার জন্য একটা বড় পাওয়া। এর আগে কখনো এক ঈদে আমার এতগুলো নাটক প্রচারিত হয়নি। এর জন্য এই ঈদটা আমার জন্য একটু ব্যতিক্রম।
এক প্রশ্নের জবাবে মাহবুব শাহীন বলেন, আমি প্রতিনিয়তই শিখছি। শেখার কোনো শেষ নাই। আমার অভিনীত নাটকগুলোর মধ্যে অধিকাংশই অঞ্জন আইচের পরিচালনা। দাদার সঙ্গে কাজ করতে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। দাদাও আমাকে খুব ভালবাসেন।
তিনি বলেন, টাকার জন্য কাজ করি না। ভাললাগা, ভালবাসার জায়গা থেকে কাজ করি। দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করি। আরও অনেক কাজ করতে চাই। ভাল ভাল কাজ করতে চাই।
এবারের ঈদে মাহবুব শাহীন অভিনীত নাটকগুলো হচ্ছে-
১. ‘আয়নার গল্প’ রচনা,চিত্রনাট্য ও পরিচালনা-অঞ্জন আইচ। দেখবেন ঈদের দ্বিতীয় দিন রাত ১১:৪৫ মিনিটে শুধুমাত্র আরটিভিতে। অভিনয়ে-আব্দুন নুর সজল, সাদিয়া জাহান মৌ, সূচনা আজাদ, মাহবুব শাহীনসহ আরও অনেকে।
২. ‘বার্ষিক পরীক্ষা’-রচনা ,চিত্রনাট্য ও পরিচালনা অঞ্জন আইচ। দেখবেন-চ্যানেল আইতে ঈদের ৪র্থ দিন রাত ৯:৩৫ মিনিট এ। অভিনয়ে: মনোজ, নাদিয়া নদী, বরদা মিঠু, টুটুল চৌ:, তারিক স্বপন, মাহবুব শাহীন, সাজিন সহ আরও অনেকে।
৩. ‘নিষিদ্ধ রাতের গল্প’ রচনা ও চিত্রনাট্য: আসাদুজ্জামান সোহাগ। পরিচালনা: অঞ্জন আইচ। দেখবেন, ঈদের ৩য় দিন রাত ৮:০০টায় চ্যানেল নাইন এ। অভিনয়: পিযুষ সেন , নাবিলা ইসলাম, টুটুল চৌধুরী, মাহবুব শাহীনসহ আরো অনেকে।
৪. ‘মাত্র পাঁচ কোটি টাকা’ রচনা,চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ। দেখবেন: ঈদের ৫ম দিন রাত ১০:০০টায় একুশে টেলিভিশনে। অভিনয়ে- আ খ ম হাসান, টুটুল চৌধুরী,মাহবুব শাহীন, মিশু সাব্বিরসহ আরও অনেকে।
৫. ‘তোমার নামের রোদ্দুর’-রচনা, চিত্রনাট্য ও পরিচালনা অঞ্জন আইচ। দেখবেন: ঈদের ৬ষ্ট দিন রাত ৮:০০টায় একুশে টেলিভিশনে। অভিনয়: অপর্না ঘোষ,ইমন,কল্যান কোরায়া, মাহবুব শাহীন ,মাহা সহ অনেকে।
৬. ‘কে আঁকে অন্য ছবি’ রচনা,চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ। দেখবেন: ঈদের ৩য় দিন রাত ১০:০০টায় আরটিভিতে। অভিনয়ে মম, জোভান, অপর্না,মাহবুব শাহীন, নাজিরা মৌ।
৭. ‘কুহক ও গ্রীন টি’ রচনা, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ। দেখবেন: ঈদের ৫ম দিন রাত৮:০০টায় চেনেল নাইনে। অভিনয়: সাদিয়া জাহান প্রভা, মনোজ প্রামানিক। মাহবুব শাহীনসহ আরো অনেকে।
৮. ‘আমাদের কান্ডকারখানা’ রচনা, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ। দেখবেন নাগরিক টিভি তে। অভিনয়: আ খ ম হাসান, সুজাত শিমুল, মাহবুব শাহীন, তারিক স্বপন, সূচনা আজাদ।
৯. ‘চাইনিজ প্রেম কুমার’ রচনা, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ। ১০ পর্বের ঈদ ধারাবাহিক। দেখবেন ঈদের দিন থেকে ১০ দিন পর্যন্ত ইউটিউব চ্যানেল এম কে প্রোডাকশন এ। অভিনয়: পিযুষ সেন, ইমন,মাহবুব শাহীন,তারিক স্বপন, ঈসানা,সোহেল খান,মাজনুন মিজানসহ আরো অনেকে।
১০. ‘আমি আবার তোমার আঙুল ধরতে চাই’ গল্প: ফারহান আহম্মেদ জোভান। চিত্রনাট্য: অঞ্জন আইচ।
পরিচালনা: দীপু হাজরা। দেখবেন ঈদের ২য় দিন রাত ৮:০০ টায় , একুশে টেলিভিশন এ। অভিনয়: ফারহান আহম্মেদ জোভান, অপর্না ঘোষ,মাহবুব শাহীন, শওকত।
১১. ‘তিন রাস্তার ভূত’ গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: তারিক হাসান। ৭ পর্বের ঈদ ধারাবাহিক। অভিনয়: রিয়াজ , প্রভা,ফারুক আহম্মেদ,মাহবুব শাহীন,তারিক স্বপন ,রিফাত চৌ:,দিলু,আশ্রাফ কবির,ঐশি। দেখবেন ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত। শুধুমাত্র নাগরিক টিভিতে।
১২. ‘উঠতি মডেল’ পরিচালনা : ফজলুল সেলিম।
১৩. নাটক: ‘মা’ পরিচালনা: ফজলুল সেলিম।
১৪. ‘গরীবের ঈদ’ রচনা: সেজান নুর। পরিচালনা: ফজলুল সেলিম। দেখবেন চ্যানেল কেবিনবেগ এন্টারটেইনমেন্ট এ। অভিনয়: তারিক স্বপন, জামিল, মাহবুব শাহীন, শাকিলা,হান্নান শেলী,মুন।
১৫. সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক: ‘উট কুমার’ গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ। অভিনয়: আ খ ম হাসান, ফারুক আহম্মেদ,টুটুল চৌধুরী,জামিল,মাহবুব শাহীন,সুজাত শিমুল, জামাল রাজা, জিনাত লুনা, সুচনা আজাদ, নাদীয়া আহম্মেদ ও আরো অনেকে।