ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৪৮ পিএম, ২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

বার্ষিক প্যাকেজ ভ্যাট ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করার প্রতিবাদে চট্টগ্রামে আধাবেলা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন। এসময় সমাবেশ ও মানববন্ধন কর্মসুচিও পালন করে। এসময় নেতারা বলেন, অবিলম্বে প্যাকেজ ভ্যাট আগের মত ১৪ হাজার টাকা নির্ধারণ করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসুচী দেয়া হবে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল কাশেম ও সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেকসহ অনেকে।