ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪১ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার | আপডেট: ০১:৫২ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

ভারতে পুরোপুরি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীসহ সব শিল্পীদের নিষিদ্ধ করার দাবিতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

এই চিঠিতে বলা হয়েছে, ''পাক সরকারের তরফে যেমন সেদেশে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ করা হয়েছে। আমরাও এদেশের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আবেদন করছি, তারাও যেন পাক অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, কূটনীতিকদের সঙ্গে সমস্তরকম সম্পর্ক বিচ্ছিন্ন করে। এমনকি পাকিস্তানের সঙ্গে সমস্তরকম ব্যবসায়ী ও দ্বিপাক্ষিক সম্পর্কও ছিন্ন করার আবেদন জানাচ্ছি। ''

AICWA-এর তরফে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ''যতক্ষণ না ভারত সরকারের তরফ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকরী করা হচ্ছে ততক্ষণ পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ও সিনে ওয়ার্কারদের তরফে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ''

অনুচ্ছেদ ৩৭০ বিলোপ করেছে ভারত সরকার। জম্মু, কাশ্মীরকে ভেঙে গঠিত হয়েছে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল। ভারতের এই পদক্ষেপের পরই পাক সরকারের তরফ থেকে সেদেশে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ করার কথা জানানো হয়েছে। পাক সরকারের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই এবার পাল্টা পাকিস্তানি অভিনেতা, কূটনীতিকসহ পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার আবেদনে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে AICWA। 

চিঠিতে বলা হয়, 'পাকিস্তানে ভারতীয় ছবির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। AICWA-এর পক্ষ থেকে সব ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবেদন জানানো হচ্ছে পাকিস্তানি অভিনেতা, গায়ক ও বুদ্ধিজীবীদের বয়কট করা হোক। যতক্ষণ না এই নিষেধাজ্ঞা কার্যকরী হচ্ছে ততক্ষণ পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ও সিনে ওয়ার্কারদের তরফে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এনএম