ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

মিতু হত্যার ঘটনায় অস্ত্র-মামলায় আসামিদের বিরুদ্ধেঅভিযোগ গঠন

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৪৫ পিএম, ২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় অস্ত্র-মামলায় আসামিদের বিরুদ্ধেঅভিযোগ গঠন করেছে আদালত । আগামী ১৮ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণের সময়ও নির্ধারণ করে দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহ নূর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় অভিযুক্ত আসামীরা হল এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেন। গত ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায়  দুর্বত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।  হত্যাকান্ডে অস্ত্র সরবরাহের অভিযোগে ২৭ জুলাই নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করে  ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে।