ফাইনালে ভারতকে ২৬১ লক্ষ্য দিল টাইগাররা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১০ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার
মাহমুদুল হাসান জয়ের অনবদ্য শতকে ভারতকে ২৬২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রোববার যুব ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬১ রান করে অলআউট হয় টাইগার যুবারা।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় এ টুর্নামেন্টের প্রথম পর্বে ৮টি করে ম্যাচ খেলেছে প্রত্যেক দল। ৪ জয়, ১ পরাজয় ও ৩ পরিত্যক্ত ম্যাচে মোট ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনাল খেলছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে খেলা চার ম্যাচের মধ্যে পরিত্যক্ত হয় ২টি। বাকি দুই ম্যাচের মধ্যে উভয় দলই জিতেছে একটি করে। তাই আজকের ফাইনালটি আক্ষরিক অর্থেই টুর্নামেন্টের সেরা দল বাছাইয়ের লড়াই।
হোভের কাউন্টি গ্রাউন্ডের এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল টাইগার যুবারা। উদ্বোধনী জুটিতে মাত্র ৮.৪ ওভারে ৫৮ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।
দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে আরও ৬৫ রান যোগ করেন পারভেজ ইমন। দারুণ ব্যাট করা পারভেজ আউট হন ৬০ রান করে। ৬৪ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি।
এরপর জয় ছাড়া ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি আর কেউই। যে কারণে একপর্যায়ে ২৫০ রানই মনে হচ্ছিল দুরূহ ব্যাপার। তবে ষষ্ঠ উইকেটে শামীম হোসেনের সঙ্গে জয় ৬৪ রানের জুটিতে সে লক্ষ্যে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। শামীম ৩২ রান করে আউট হলে ব্যাট হাতে একাই লড়ে যান জয়। ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলে যান এই ওয়ান ডাউন ব্যাটসম্যান।
শেষ ওভারে পরপর দুই বলে ৪ ও ৬ হাঁকিয়ে নিজের সেঞ্চুরিও পূরণ করেন তিনি। তবে শেষ বলে রান আউট হওয়ার আগে ৯ চার ও ১ ছয়ের মারে ১০৯ রানের ইনিংস খেলেন মাহমুদুল। যার ফলে ২৬১ রানের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
এদিন ভারতের হয়ে কার্তিক ত্যাগি ও সুশান্ত মিশরা দুটি করে এবং বিষ্ণু ও দলনায়ক হেগডে ১টি করে উইকেট লাভ করেন। এ ম্যাচে জয়সহ বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান রান আউটের শিকার হন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাৎ হোসেন, আকবর আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ
ইয়াসাভি জ্যাসওয়াল, দিব্বাংশ সাক্সেনা, প্রাগনেশ দুর্গেশ, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), তিলাক ভার্মা, শুবাং হেগডে, পুর্নক ত্যাগি, রবি বিষ্ণই, সুশান্ত মিশরা এবং কার্তিক ত্যাগি।
এনএস/