ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়কের বেহাল দশা

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ২৩ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৮:৫৫ এএম, ২৩ নভেম্বর ২০১৬ বুধবার

সংস্কার না করায় ময়মনসিংহের গফরগাঁওয়ের সব ক’টি সড়কের এখন বেহাল দশা। ভাঙ্গাচোরা ও খানাখন্দে ভরা এ’সব সড়কে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গণপরিবহণের সংখ্যা কমে যাওয়ায় বেড়েছে ভাড়াও। সড়ক বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিলেও, সমস্যার সমাধান হচ্ছে না। কার্পেটিং ওঠে বের হয়ে গেছে ইট-সুরকি। ভাঙ্গাচোরা সড়কের স্থানে স্থানে ছোটবড় খানাখন্দ। বৃষ্টি হলেই জমে পানি। প্রায়ই দুর্ঘটনা ঘটনায় কমে গেছে যানবাহনের সংখ্যা। এমন দৃশ্য ময়মনসিংহ-টোক, ত্রিশাল-বালিপাড়া-গফরগাঁও ও ভালুকা-গফরগাঁওসহ উপজেলার প্রায় সব সড়কের। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে স্বল্প সময়ে নষ্ট হয়ে যায় রাস্তা। রাস্তা খারাপ হওয়ায় বেড়েছে পরিবহনের ভাড়া। সড়ক বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিলেও, দীর্ঘদিনে সংস্কার হচ্ছে না এ’সব রাস্তা। বিষয়টি সংসদে তোলার পরও রাস্তা মেরামত না হওয়ায় হতাশ স্থানীয় সাংসদ। দ্রুত এ’সব সড়ক মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসাী।