উত্তরখণ্ডে বৃষ্টিতে ভেসে গেল ঘরবাড়ি, নিহত ৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১৮ পিএম, ১২ আগস্ট ২০১৯ সোমবার
ভারতের উত্তরখণ্ড রাজ্যের চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে দুটি বাড়ি ভেসে গেছে। মৃত্যু হয়েছে মা ও তার শিশুসহ তিনজনের। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
নিহতরা হলো- রূপা দেবী (৩৫), তার ৯ মাস বয়সী শিশুকন্যা ও ২১ বছর বয়সী এক নারী।
স্থানীয় বাসিন্দা এবং রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের মতে, রোববার রাত ১১ টার দিকে বজ্রপাত শুরু হয়। এখনও ওইসব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এলাকার পরিস্থিতি ক্রমশই মারাত্মক হচ্ছে। রাজ্যে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বেশ কয়েকটি জায়গায় ভূমি ধসের মতো ঘটনা ঘটেছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে শুক্রবার চামোলি জেলায় মেঘ ভাঙা বৃষ্টিতে এক নারী ও একটি শিশু মারা গিয়েছিল। ওই ঘটনায় দশটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর মিলেছে। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষিজমিও। সব মিলিয়ে এলাকার পরিস্থিতি উদ্বেগজনক বলে জানা গেছে।