ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫,   চৈত্র ২১ ১৪৩১

বঙ্গবন্ধুর দুর্লভ তথ্য নানা মাধ্যমে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১২ আগস্ট ২০১৯ সোমবার | আপডেট: ০৪:৪৯ পিএম, ১২ আগস্ট ২০১৯ সোমবার

বঙ্গবন্ধুর দুর্লভ অনেক তথ্যই সাম্প্রতিককালে উঠে আসছে প্রকাশনার নানা মাধ্যমে। আগস্টজুড়ে তাই জাতির জনককে স্মরণ, গল্পে-কবিতায়-ইতিহাসে। জন্মশতবর্ষেও শেখ মুজিবকে নিয়ে থাকছে গুচ্ছ প্রকাশনা। 
সময়ের আবর্তে বঙ্গবন্ধুকে জানার আগ্রহ বেড়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে। ইতিহাস, উপন্যাস, গল্প-কবিতা কিংবা গবেষণার নানা আঙ্গিকে শেখ মুজিবুর রহমানের অবদান উঠে এসেছে গণমানুষের সামনে। এভাবেই বঙ্গবন্ধু মুজিব এখন প্রাত্যহিক জীবনেরই অংশ হয়ে দেখা দিয়েছে।
বাঙালি চেতনার বাতিঘর বাংলা একাডেমিও বিভিন্ন প্রকাশনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে তুলে ধরেছে অনন্য উচ্চতায়।
সব বয়সী মানুষের মধ্যে জাতির জনকের চেতনা ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাহিত্যবোদ্ধারা।