সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৪৮ এএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:৫০ এএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শরীফ মেলামাইন কোম্পানির ২ এসআর নিহত হয়েছেন। এ সময় বাসের ৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. আহসান হাবিব মিজান জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তখন গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বগুড়া জেলার শেরপুর উপজেলার সিমাবাড়ী গ্রামের দ্বীন বন্ধু দাসের ছেলে শরীফ ম্যালামাইন কোম্পানির এসআর মিটন কুমার দাস নিহত হন। এ ঘটনায় সহকর্মী বগুড়া জেলার নন্দীগ্রামের ছাইদুল ইসলাম নামের অপর আরোহীসহ বাসের ৫ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমানের মেডিকেলে ভর্তি করে। সেখানে মোটরসাইকেল আরোহী ছাইদুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।