ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

চামড়া বাজারে নৈরাজ্য, পাল্টাপাল্টি অভিযোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

বিগত ৪০ বছরে এবার চামড়ার দাম সবচেয়ে কম বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সরকার নির্ধারিত দাম মানছে না কেউ। এমন অভিযোগ সকল পক্ষের। আর, ব্যবসায়ীরা দায়ী করছেন  ট্যানারী মালিকদের।
সিলেটের এই মৌসুমী ব্যবসায়ী ২শ পিস চামড়া নিয়ে রাজধানীর পোস্তা আড়তে আসলেও কোন ক্রেতা পাচ্ছেননা।
আবার চামড়া নিয়ে আসা অনেককে কম দামে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।রাজধানীর লালবাগের এই বিক্রেতা ২ চামড়া বিক্রি করলেন৭শ টাকায় ।  অথচ গরুগুলোর দাম ছিলো ২ লাখ টাকা সকরে। এতে গরীব মানুষ অধিকার বঞ্চিত হয়েছে বলে ক্ষোভ জানান তারা।
৬০ বছরের বেশি সময় এ খাতের সাথে জড়িত ব্যবসায়ীও ক্ষোভ জানান।
এ জন্য টেনারী মালিকদের অসহযোগিতাকে দায়ী করলে কাচা চামড়া ব্যবসায়ী সমিতির এই নেতা।
শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে বলে অভিযোগ করেন সমিতির আরেক নেতা।
  এভাবে চললে এই শিল্প শেষ হয়ে যাবে বলে আশংকা করেন ব্যবসায়ীরা।