ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কাশ্মীর ইস্যুতে যা বললেন সরফরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই সেখানকার পরিস্থিতির দিকে নজর ভারত-পাকিস্তান দু’দেশেরই। পাক সরকার বারবার প্রমাণ করার চেষ্টা করছে, এই সিদ্ধান্ত নিয়ে ভারত সরকার কাশ্মীরিদের অধিকারে হস্তক্ষেপ করেছে। শুধু পাক সরকার নয়, সে দেশের সেলিব্রিটিরাও ভারত সরকারের এই সিদ্ধান্তকে তুলাধোনা করেছেন।

ইতিমধ্যেই মুখ খুলেছেন শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটার। এবার সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদও।

ঈদের নামাজ শেষে সরফরাজ আহমেদ জানান, কাশ্মীরিদের দুঃখ-দুর্দশা আমরা যেন সবাই একসঙ্গে ভাগ করে নিতে পারি। আর এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সর্বশক্তিমান আল্লাহ যেন ওদের সাহায্য করেন, সেই প্রার্থনাই করছি। কিন্তু কাশ্মীরবাসীর কোন দুঃখ দুর্দশার কথা বলছেন সরফরাজ তা উল্লেখ করেননি।

উল্লেখ্য, ৩৭০ ধারা বিলোপের পর এখনও কাশ্মীর থেকে সে অর্থে বড় কোনও হিংসার খবর আসেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অবশ্য বেশ কয়েকটি সংগঠিত বিক্ষোভ হয়েছে বলে দাবি করেছে। কিন্তু সেসব দাবি খারিজ করে দিয়েছে ভারত সরকার।