ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে পরমানু চুক্তি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান

প্রকাশিত : ১১:২৬ এএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৬ এএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে পরমানু চুক্তি ভঙ্গ করলে  যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান। তেহরান এক সমাবেশে এমন হুশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে ইরান ঠিক কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে তা স্পষ্ট করেন নি তিনি। চলতি বছরই শেষ হচ্ছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মেয়াদ। গেল সপ্তাহে এ মেয়াদ আরো ১০ বছর বাড়ানোর অনুমোদন দেয় কংগ্রেসের নিম্নকক্ষ। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অধিকাংশ রিপাবলিকানরাই  ইরানের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিরুদ্ধে। তাই সিনেটও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পক্ষেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।  গেল বছর নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে বিশ্বের ৬ শক্তিশালী দেশের সঙ্গে পরমাণু চুক্তি সই করে ইরান।