ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র-বৃষ্টি বর্ষণের হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার

অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালালে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-বৃষ্টি বর্ষিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। মঙ্গলবার খান ইউনুস শহরে এক সমাবেশে দেয়া বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার।

বক্তৃতায় হামাসের এ নেতা বলেন, ইসরায়েলের সেনারা যদি গাজায় প্রবেশ করে তাহলে আমরা তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেবো।

এটা নিয়ে হামাস কোনওরকম কৌতুক করছে না উল্লেখ করে ইয়াহিয়া সিনওয়ার আরও বলেন, আমরা কী বলছি তা জেনে-বুঝেই বলছি এবং যা বলছি তার অর্থ রয়েছে। ইসরায়েল যদি গাজায় হামলা চালায় তাহলে আমরা ইসরায়েলের বিভিন্ন শহরে একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব।

এর আগে গত বছরের আগস্ট মাসে ইসরায়েলের একটি হামলা ব্যর্থ করে দিয়েছিলো হামাসের সদস্যরা। সিনওয়ার ওই ঘটনায় হামাসের অন্যতম কমান্ডার আবু সালাহের প্রশংসা করে বক্তব্য দেন। পরবর্তীতে হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি সেনাভর্তি বাস ধ্বংস হয়। সূত্র-পার্সটুডে।

এনএস/