ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৫ এএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

জনবল সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাজ চালানো যাচ্ছে না অনেক গুরত্বপূর্ণ বিভাগে। অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশ ও কর্মচারীদের ঘুষ বাণিজ্য নিয়ে রয়েছে রোগীদের সীমাহীন অভিযোগ। সংকট সমাধানে জরুরি ভিত্তিতে জনবল বাড়ানোর তাগিদ হাসপাতাল কর্তৃপক্ষের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪১টি ওয়ার্ডে বর্তমানে শয্যা সংখ্যা রয়েছে ১৩শ ১৩টি। কিন্তু হাসপাতালের বর্হিবিভাগ ও অন্তর্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেয় প্রায় ৬ হাজার রোগী। কিন্তু ২০১১ সাল থেকে বন্ধ আছে হাসপাতালে জনবল নিয়োগ কার্যক্রম। এমন সংকটের মধ্যেও সেবার পরিধি বাড়াতে হাসপাতালে স্থাপন করা হয়েছে হেমাটোলজি, গ্যাস্ট্রো ইন্ট্রোলজির মতো নতুন নতুন বিভাগ। কিন্তু সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে রোগীদের আরো স্বাস্থ্যহানী ঘটছে। সেই সাথে আছে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারিদের বিরুদ্ধে নানান হয়রানির অভিযোগ। এসব অভিযোগ স্বীকার করছেন হাসপাতাল কর্তৃপক্ষও। জনবল সংকটের কারণে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে অপারগতার কথা জানান হাসপাতালের পরিচালক। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে হাসপাতালের অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড চালু কওে রোগীদের সেবা দেয়া যাচ্ছে না বলেও জানান হাসপাতালের এই কর্মকর্তা। সাধারণ মানুষের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চমেক হাসপাতালে চাহিদা অনুযায়ী জনবল বাড়ানোর উদ্যোগ নেবে সরকার এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।