আজকালের মধ্যেই কোচ চূড়ান্ত করবে বিসিবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ইংলিশ কোচ স্টিভ রোডস চলে যাওয়ার পর মাসখানেক ধরে প্রধান কোচের জায়গাটা শূন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে দ্রুতই সে শূন্য স্থান পূরণ করতে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জানালেন, কোচ সন্ধানের শেষ ধাপে চলে এসেছেন তারা। আজকালের মধ্যেই কোচ চূড়ান্ত করবে বিসিবি।
গত ৭ আগস্ট দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর সাক্ষাৎকার নেওয়ার পর বিসিবির কয়েকজন পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন এ সপ্তাহের মধ্যেই কোচ চূড়ান্ত হয়ে যেতে পারে। সবশেষ যেটা জানা গেল, এ সপ্তাহে না হলেও আজকালের মধ্যেই কোচ পেয়ে যেতে পারে বাংলাদেশ।
এদিকে বিসিবির সংক্ষিপ্ত তালিকায় থাকা নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু কবে তিনি সাক্ষাৎকার দিতে আসবেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমনও হতে পারে হেসনের সঙ্গে টেলিফোনেই কথা সেরে নিয়েছে বিসিবি।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সংক্ষিপ্ত তালিকাতেও আছেন সাবেক কিউই কোচ। আগামী পরশু বিসিসিআইয়ের কোচ চূড়ান্ত হওয়া পর্যন্ত বিসিবি অপেক্ষা করছে কি না সে প্রশ্নও আসছে।
বিসিবি অবশ্য কোচ সন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে বিসিবির কয়েকজন শীর্ষ কর্তা বসেছিলেন টেলিকনফারেন্সে কোচের সাক্ষাৎকার নিতে। আজ আরেকজনের সঙ্গে কথা হবে তাদের। আজই সাক্ষাৎকারের পর্বটা শেষ করতে চান তারা।
কথাবার্তা শেষে আজ কালের মধ্যেই কোচ চূড়ান্ত হয়ে যেতে পারে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, ‘দুদিনের মধ্যে আমরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলব। বেশি দিন অপেক্ষা করতে চাই না। কেউ ঝুলিয়ে রাখলে আমরা তো ঝুলে থাকতে পারব না! অন্য দল কাকে নিচ্ছে, সেদিকেও তাকানোর ব্যাপার নেই। আফগানিস্তান সিরিজের (সেপ্টেম্বরে) আগে আমরা কোচ চাই। কোচ চূড়ান্ত করার আগে অনেক বিষয় আছে। কেউ যদি বলি ১০০ দিন কাজ করব, তাতে আমরা রাজি নই। এসব বিষয় চূড়ান্ত করতে যা একটু দেরি হচ্ছে। আশা করি দু'একদিনের মধ্যে হয়ে যাবে।’
হয়ে গেলেই ভালো। যত দ্রুত হবে ততই মঙ্গল। তবে দীর্ঘ মেয়াদে একজন ভালো মানের কোচই দরকার টাইগারদের জন্য। কেননা ভাবনায় এখন ২০২৩ বিশ্বকাপ।
এনএস/এমবি