চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ঢাকা ছাড়লেন টাইগ্রেসরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
নেদারল্যান্ডসে প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছেন জাতীয় নারী ক্রিকেট দল। সেখানে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলবে জাহানারা-সালমারা। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে টাইগ্রেসরা। দেশ ছাড়ার আগে এমন আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক সালমা খাতুন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে সফরটা স্মরণীয় করে এসেছে নারী ইমার্জিং দল। যেখানে ছিলেন জাতীয় দলের বেশ ক'জন ক্রিকেটার। আগামী ৩১ আগস্ট শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। এখানেও লক্ষ্যটা অভিন্ন। মূলমন্ত্র সফল হওয়া।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আগে টাইগ্রেসরা দশদিনের অনুশীলন ক্যাম্প করবে নেদারল্যান্ডসে। পাশাপাশি সেখানে খেলবে চারটি প্রস্তুতি ম্যাচ। এছাড়া বাছাইপর্বে গত আসরের চ্যাম্পিয়ন জাহানারা-সালমারা এবারও ধারাবাহিকতা ধরে রাখতে দৃঢ় প্রত্যয়ী।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, এখানে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমি আশাবাদী আমরা ফাইনাল খেলবো।
ইতোমধ্যে বাছাইপর্বের আগে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে দলের অন্যতম সদস্য রুমানার ছিটকে পড়াটা দুর্ভাগ্যেরই বলতে হবে। তবে সমন্বিত খেলা দিয়ে প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে মরিয়া টাইগ্রেস অধিনায়ক।
সালমা খাতুন বলেন, দল গঠন খুবই ভালো হয়েছে। রুমানা না থাকলেও বাকিরা আমরা যারা আছি তারা ভালো করার চেষ্টা করবো। উল্লেখ্য, বাছাইপর্ব থেকে দুটি দল কোয়ালিফাই করবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
অন্যদিকে, অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে নারী ক্রিকেট যুক্ত হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সালমা খাতুন। তবে সেটি নিয়ে এখনও বিস্তর ভাবনা না থাকলেও আসন্ন সিরিজগুলোতেই বেশি মনোযোগ দিতে চান তিনি।
সালমা খাতুন বলেন, অলিম্পিক ক্রিকেটের সুপার এইটে যাতে আমরা থাকতে পারি সে লক্ষ্য নিয়ে খেলবো।
এনএস/