ঢাকায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
সারা দেশে যখন ডেঙ্গু নিয়ন্ত্রণের খবর আসছে, এমন সময় রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এর ফলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা শতকের ঘরে পৌঁছালো। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ওই গৃহবধূর মৃত্যু হয়।
মারা যাওয়া গৃহবধূর নাম মৌসুমী আক্তার (২৫)। তার স্বামীর নাম মো.মামুন মিয়া। গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। স্বামীর সঙ্গে আগারগাঁওয়ের তালতলার মোল্লাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন মৌসুমী।
তার স্বামী মামুন মিয়া জানান, মৌসুমী বেশ কিছুদিন ধরে ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। বুধবার মহাখালী টিবি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করলে তার ডেঙ্গু জ্বর সনাক্ত হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসকরা তাকে জরুরি বিভাগের আইসিইউতে ভর্তির কথা বলেন। বেলা ১১টায় সেখানেই তার মৃত্যু হয়।
গত সপ্তাহে সারা দেশে নিয়ন্ত্রণে এসেছে ডেঙ্গু। হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর সংখ্যা আনুপাতিক হারে কমেছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছাড়পত্র নিয়ে যাওয়ার হার আগের তুলনায় বেড়েছে। যদিও ওঠানামা করছে নতুন রোগী ভর্তির সংখ্যা।
বেসরকারী তথ্য অনুযায়ী,ঈদের ছুটিতে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন প্রকৌশলীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। গত ১০ আগস্ট পর্যন্ত সরকারি হিসেবেই সারাদেশে মৃত্যুর সংখ্যা ছিল ২৯। বুধবার এ সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে।
আই/