লক্ষ্মীপুরে প্রায় ২০ হাজার নদী ভাঙ্গা গৃহহীন মানুষকে পর্যায়ক্রমে পুণর্বাসন করা হবে: পানি সম্পদ মন্ত্রী
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার
লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় প্রায় ২০ হাজার নদী ভাঙ্গা গৃহহীন মানুষকে পর্যায়ক্রমে পুণর্বাসন করা হবে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
রামগতি ও কমলনগরে নদী তীর সংরক্ষন কাজ পরিদর্শনে এসে এ আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন ২০ হাজার লোককে পূণর্বাসন করা কষ্টসাধ্য হলেও চরাঞ্চলের খাস জমিতে জেলা প্রশাসকের মাধ্যমে জমি দেয়ার পরিকল্পনা রয়েছে। পরে কমলগরে জিও ব্যাগ ফেলে সাড়ে ৪ কিলোমিটার নদী ভাঙ্গন বাঁধের কাজ উদ্বোধন করেন মন্ত্রী। এছাড়াও রামগতির আলেকজান্ডারে সেনাবাহিনী দিয়ে নির্মিত নদীর তীর সংরক্ষণ বাধ পরিদর্শন শেষে কমলনগর মেঘনা নদী ভাঙন কবলিত মাতাব্বরহাট এলাকা পরিদর্শন করেন তিনি।