বকের ধাক্কায় রুশ উড়োজাহাজ ক্র্যাশ ল্যান্ডিং
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩১ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
রাশিয়ার মস্কো বিমানবন্দরের পাশে একটি ফসলের মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করা উরাল এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজটিতে উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা।
বিদেশি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মস্কো বিমানবন্দরের পাশে একটি ফসলের মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করেছে রাশিয়ার উরাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ।
রুশ বার্তা সংস্থা টিএএসএস জানায়, আজ (১৫ আগস্ট) ২৬৬ যাত্রী ও সাতজন ক্রু নিয়ে উরাল এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২১ মস্কোর ঝুকোভস্কি বিমানবন্দর থেকে ক্রিমিয়া উপদ্বীপের একটি শহর সিমফেরোপল যাচ্ছিলো।
ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট অ্যাজেন্সির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, এয়ারবাসটি আকাশে উঠার খানিক পর “এক ঝাঁক বকের সঙ্গে ধাক্কা খায়”।
“সেসময় কয়েকটি বক উড়োজাহাজের ইঞ্জিনে ঢুকে যাওয়ায়” এটিকে জরুরি অবতরণ করতে হয়। উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে পড়ে বলেও জানায় সংবাদ সংস্থাটি।
টিআর/