ঠাকুরগাঁওয়ে শোক দিবসে প্রতিবন্ধী শিশুদের র্যালি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শোক র্যালি ও আলোচনা সভায় অংশ নিয়েছে প্রতিবন্ধী শিশুরা।
বৃহস্পতিবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চুনিহাড়ি এলাকায় একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুর্নবাসন কেন্দ্রের আয়োজনে স্কুল প্রাঙ্গন থেকে একটি শোক র্যালিটি করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক আমিরুল ইসলাম, রায়পুন ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিতার কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএস/কেআই