ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

নিরপেক্ষ নির্বাচন কমিশনের আগে নিরপেক্ষ সরকার প্রয়োজন : বদরুদ্দোজা চৌধুরী

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

নিরপেক্ষ নির্বাচন কমিশনের আগে নিরপেক্ষ সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিকল্প ধারার প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। সকালে জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ’কথা বলেন। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। তার কাছে কিছু চেয়েও লাভ নেই। রোহিঙ্গাদের সম্পর্কে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যদি বাংলাদেশের এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিতে পারে, তবে এক-দেড় লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলে সমস্যা হওয়ার কথা নয়। মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।