ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রাডার কেনায় দূর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি ও এরশাদের বিরুদ্ধে বাকী সাক্ষীদের সাক্ষ্য গ্রহন করে করে আগামী ৩১ মার্চের মধ্যে বিচার শেষ করার নির্দেশ

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

রাডার কেনায় দূর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে বাকী সাক্ষীদের সাক্ষ্য গ্রহন করে করে আগামী ৩১ মার্চের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নতুন করে সাক্ষ্য গ্রহণের বিষয়ে দুদকের একটি আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কোম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯’শ ১৮ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।