ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আজ কাশ্মীর ইস্যুতে আলোচনায় বসবে জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২ এএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার | আপডেট: ১০:৩৭ এএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার মোদি সরকারের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে এবার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘ।

আজ শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থায়ী সদস্য চীনের অনুরোধে এ বৈঠকের সিদ্ধান্ত নেয় ১৫ সদস্যের পরিষদ।

এর আগে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর জাতিসংঘে বৈঠকের আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু এতে কাজ না হওয়ায় সমর্থন আদায়ে চীনের দ্বারস্থ হয় পাকিস্তান।

এদিকে, ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, চীন বাদে বাকি সব স্থায়ী সদস্য রাষ্ট্র এরইমধ্যে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে।

অন্যদিকে, স্বাধীনতা দিবসেও জম্মু-কাশ্মীরের উরি ও রাজৌরি সীমান্তে সহিংসতার খবর মিলেছে। পাকিস্তানী ৩ সেনা সদস্য নিহতের দাবি করেছে ভারত আর পাকিস্তান বলছে, ৫ ভারতীয় সেনা নিহত হয়েছে।