ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণের কাজ প্রক্রিয়াধীন: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে খুলনা ও বাগেরহাট জেলার আইনজীবী সমিতির বার নির্মাণে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত অর্থের চেক হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলার বিষয়টি তুলে তিনি সুরক্ষা আইন প্রণয়ণের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া রিজার্ভ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা করতে আগামী ২৬ নভেম্বর ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ফিলিপাইন যাচ্ছে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।