মিরপুরে আগুন নেভাতে পানি সংকটে ফায়ার সার্ভিস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৮ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার
রাজধানীর মিরপুরের চলন্তিকা মোড় এলাকার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস। ঘটনাস্থলের আশপাশে পানি সংকট থাকায় আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।
আশাপাশে সুবিধা মতো পানি না পেয়ে বিকল্প ব্যবস্থা হাতে নিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পাশের বহুতল ভবনের রিজার্ভ ট্যাংকিতে পানির পাইপ লাগিয়ে মেশিনের মাধ্যমে ঘটনাস্থলে আনার চেষ্টা করছেন।
প্রতক্ষ্যদশীরা বলছেন, আগুনে পুড়ে প্রায় ছাই হয়ে যাচ্ছে পুরো বস্তি। মনে করা হচ্ছে, পোড়ার মতো সব ছাই হয়ে গেলেই তবে আগুন নিভতে পারে। ইতোমধ্যে আনেকাংশ পুড়ে গেছে। এছাড়া আগুন নেভার সম্ভাবনা কম। যদিও ফায়ার সার্ভিসের ২০ ইউনিট প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে মিরপুর-৭ নম্বর সেকশনের রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ১২ ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতায় তা একে একে বেড়ে ২০ ইউনিটে পৌঁছায়।
এনএম