ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

আর্চারকে শোয়েবের সমালোচনায় যুবরাজের কড়া জবাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার

স্টিভ স্মিথের ঘাড়ে আছড়ে পড়লো তার বাউন্সার। এরপরও তিনি কোনও ‘সৌজন্য' দেখাননি। এই অভিযোগে ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারকে একহাত নিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। টুইট করে আর্চারের সমালোচনা করেছেন তিনি। লর্ডস টেস্টের চতুর্থ দিনে আর্চারের প্রতি ঘণ্টায় ১৪৮.৭ কিমি ছুটে আসা বলে চোট পান স্টিভ।

শোয়েব জানিয়েছেন, যখন যন্ত্রণায় লুটোচ্ছেন স্মিথ, তখন হেঁটে চলে যান আর্চার। চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন অজি তারকা। পরে তিনি মাঠের বাইরে চলে যান। রবিবার করা শোয়েবের টুইটের উত্তরে তাকে ট্রোল করলেন যুবরাজ সিং।

ব্যাটসম্যান তার বলে চোট পেলে তিনি কী করতেন সে প্রসঙ্গে শোয়েব লিখেছিলেন,  ‘‘সব সময় আমিই প্রথমে ছুটে ব্যাটসম্যানের কাছে চলে যেতাম।''

যুবরাজ তার টুইটে জানান, তিনি মেনে নিচ্ছেন শোয়েব তেমনটা করতেন। কিন্তু এরপর মজা করে যুবরাজ লেখেন, ‘‘কিন্তু তুমি আসলে গিয়ে ব‌লতে, আশা করি তুমি ঠিক আছ বন্ধু, কেননা আরও এমনই কয়েকটা আসছে।''

স্টিভ স্মিথ পরে ম্যাচ থেকেই ছিটকে যান। শেষ দিন তিনি আর মাঠে নামবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পরে স্টিভের আঘাতজনিত সমস্যা শুরু হয়েছে।

অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র বলেন, ‘‘স্টিভকে সারা রাত কাছ থেকে নিরীক্ষণ করছেন মেডিক্যাল স্টাফরা। সকালে জানা গিয়েছে রাতে ভাল ঘুম হলেও ঘুম ভাঙার পরে ওর মাথায় ব্যথা হচ্ছে এবং ও টলমলে ভাব অনুভব করছে।''

অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে চোট পাওয়া স্টিভের পরিবর্তে রবিবার বিশ্ব ক্রিকেটে প্রথম বারের জন্য ‘কনকাশন' পরিবর্তন ক্রিকেটার হিসেবে ব্যাট করতে নামেন।

শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে যায়। অস্ট্রেলিয়া তোলে ৬ উইকেটে ১৫৪ রান। ৪৮ ওভারে ২৬৭ রানের লক্ষ্যমাত্রা ছিল তাদের সামনে। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ইনিংস ডিক্লেয়ার করে দেন লাঞ্চের পরে। বেন স্টোকস অপরাজিত শতরান করেন। এএফপি

এসি