ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শ্রীলঙ্কায় নতুন সেনাপ্রধান ‘বিতর্কিত’ সিলভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

শ্রীলঙ্কায় সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জেনারেল শাভেন্দ্র সিলভা (৫৫)। একইসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতিও হয়েছে তার।

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পক্ষ থেকে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও গতকাল সোমবার সাভেন্দ্র সিলভাকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

২০০৯ সালের গৃহযুদ্ধকালে সেনাবাহিনীর একটি বিশেষ ডিভিশনের কমান্ডার ছিলেন সিলভা। বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের বিরুদ্ধে অভিযানকালে তিনি যুদ্ধাপরাধ করেছেন বলে জাতিসংঘের এক তদন্ত রিপোর্টে উঠে আসে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধের শেষ পর্যায়ে প্রায় ৪৫ হাজার নিরস্ত্র তামিল আদিবাসীকে হত্যা করে লঙ্কান সেনাবাহিনী।

ফলে শ্রীলঙ্কার স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এই নিয়োগের নিন্দা জানিয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার কার্যালয় ও সেনা হেডকোয়ার্টারের কাছে সমালোচনার বিষয়ে জানতে চাওয়া হলে কোনও মন্তব্য পায়নি রয়টার্স।